ইউনিটির সভাপতি এম এ কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভায় বক্তব্য রাখবেন সহ সভাপতি সিরাজুল ইসলাম মল্লিক, লিটন হোসেন,যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান সুমন,সাংগঠনিক সম্পাদক বি এম আনোয়ার হোসেন,কোষাধ্যক্ষ সবুজ মিয়া,দপ্তর সম্পাদক জাহিদ হাসান,প্রচার সম্পাদক এস এম রবি,সংবাদপত্র বিষয়ক সম্পাদক মোক্তার হোসাইন, নির্বাহী কমিটির সদস্য মাজেদ রেজা বাঁধন এবং শিহাব মল্লিক।
সভায় সার্বিক বিষয়ে উপস্থাপনা করেন ইউনিটির সাধারণ সম্পাদক শাহিদুর রহমান (সন্টু)। সভায় সাংবাদিকতার সম-সাময়িক পরিস্থিতির পর্যালোচনা,সাংগঠনিক মজবুতি এবং পেশাগত দক্ষতার উন্নয়ন বিষয়ে করনীয় সম্পর্কিত আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সংগঠন পরিপন্থি কাজের সাথে যুক্ত থাকায় চার জন সদস্যকে সংগঠন থেকে অব্যহতি দেয়া হয় এবং নতুন সদস্য অন্তর্ভূক্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়। এ ছাড়া সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়।