শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন

যৌনহয়রানী প্রতিরোধের মাধ্যমে মেয়ে শিশুর উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম / ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

যৌনহয়রানী প্রতিরোধের মাধ্যমে মেয়ে শিশুর উচ্চ
শিক্ষার সুযোগ সৃষ্টি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

যৌনহয়রানী প্রতিরোধের মাধ্যমে মেয়ে শিশুর উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি প্রকল্পের এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মহারাজপুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহায়তায়, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ওয়েলফেয়ার এফোর্টস (উই), এ সভার আয়োজন করে।

ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর থানার অফিসার-ইন-চার্জ শেখ মোঃ সোহেল রানা এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামারুজ্জামান।
বক্তাগণ বলেন, নারীরা প্রতিনিয়ত ঘরে-বাইরে সহিংসতার শিকার হচ্ছেন। দেশে যে ভাবে যৌনহয়রানি বৃদ্ধি পাচ্ছে তাতে সকলেই ঝুঁকিতে আছে। যৌনহয়রানি একটি সামাজিক অপরাধ যা একজন নারীর সামনে এগিয়ে যাবার পথে বড় বাঁধা। বক্তাগণ বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নারীর কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌনহয়রানি প্রতিরোধে ২০০৯ সালের ১৪ মে হাইকোর্ট একটি নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ৬টি মাধ্যমিক বিদ্যালয় বিষয়খালী এস এম মাধ্যমিক বিদ্যালয়, হাজী আলী আক্কাচ দাখিল মাদ্রাসা, খড়িখালী মায়াময় মাধ্যমিক বালিকা বিদ্যালয়, রামনগর মাধ্যমিক বিদ্যালয়, খামারাইল পান্নাতলা কিয়ামুদ্দিন বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়, হরিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এই কর্মসূচী নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ