ক্রমশ্য বাড়ছে চুরি-ডাকাতির ঘটনা, কখনো দিনে কখনো রাতে আবার প্রকাশ্যে দিনেদুপুরে ঘটছে ডাকাতির ঘটনা। এবার আবারো আলমডাঙ্গার হাপানিয়াতে পাখিভ্যান চুরির ঘটনায় ঘটছে, হাপানিয়া গ্রামের বাসিন্দা মৃত রহমানের ছেলে সাহাজানের পাখিভ্যান চুরি হয়েছে।জানাজায় গতকাল রবিবার সকালে নিজের ভুট্ট লাগানোর উদ্দেশ্যে রুইথনপুর এর রাস্তা সংলগ্ন ফাকা জায়গায় ভ্যানটি তালা মেরে রেখে কাজকরছিলো তিনি।
একপর্যায়ে তিনি লক্ষ্য করেন তিনির ভ্যান সেখানে নেই, তাতখনি তিনি ধারণা করেন তালাভেঙে হয়তো ভ্যানটি চুরি হয়েছে পরে আসপাশের বাসিন্দাদের সাথে যোগাযোগ করে ও অনেক খোঁজাখুঁজি করার পরে নিশ্চিত চুরি হয়েছে জানতে পারে।
পারিবারিক সূত্রে জানাযায়, দৈনিক ইনকামের একমাত্র মাধ্যম ছিল এই ভ্যানটি যা তাদের দুইটি সমিতি সহ সংসার চালানোর জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করতো।
এই ঘটনায় পরে একদিকে যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনি ঋনের বুঝো থেকে কিভাবে মুক্ত হবে সেটা নিয়েও দুশ্চিন্তায় ভেঙে পড়ছে পরিবার কারণ এই মূহুর্তে নতুন করে ভ্যান কেনার সামর্থ্য নেই তাদের।গ্রামবাসীরা তিনার এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় সমবেদনা জানান এবং বলেন, দীর্ঘদিন যাবৎ সাহাজান ভ্যান চালায়, তারা একটি দরিদ্র পরিবার, জীবিকা নির্বাহের জন্য অক্লান্ত পরিশ্রম করেন তিনি। এই ঘটনায় তিনি অর্থনৈতিক ভাবে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে।
গ্রামবাসীদের সুত্রে আরো জানাযায়, এই গ্রামে গত একবছরে বড় বড় লোমহর্ষক ছয় ছয়টি চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে যা গ্রামের অধিকাংশ লোকের মধ্যে ভীতি সঞ্চার হয়েছে, এমতাবস্থায় প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সাথে সাথে জনগণ কে আরো বেশি সচেতন হতে হবে বলে জানান একাধিক গ্রহণযগ্য ব্যাক্তিবর্গরা।