অনেক জল্পনা কল্পনার মধ্যে দিয়ে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারের আঃ রউফ মিয়ার আমবাগানের দীর্ঘ ৪৬ বছরের ওরশ শরীফ ভেঙে দিয়ে এ বছর থেকে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত।
সোমবার বাদ আছর থেকে আঃ রউফ মিয়ার আমবাগান মাঠ প্রাঙ্গণে এ ঐতিহাসিক তাফসীরুল কোরাআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আঃ রউফ মিয়ার বড় ছেলে আলহাজ্ব সাজ্জাদ হোসেন তপন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী নাজীর উদ্দিন চেয়ারম্যান ১ নং সাধুহাটি ইউনিয়ন পরিষদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাম্মেল হোসেন চেয়ারম্যান ৩ নং সাগান্না ইউনিয়ন পরিষদ,আলতাফ হোসেন চেয়ারম্যান ২ নং মধুহাটি ইউনিয়ন পরিষদ।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি ফোরআন আহম্মেদ কাশেমী সাহেব যশোরী। দ্বিতীয় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি নাজির আহম্মেদ সাহেব মহেশপুর। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কারী হযরত মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলাম খতিব উত্তর নারায়নপুর ত্রিমহনী জামে মসজিদ।
অনুষ্ঠানটি আয়োজন করেন আঃ রউফ মিয়ার পরিবার বর্গ। সার্বিক সহযোগিতায় বাংলাদেশ মুজাহিদ কমিটি ৩ নং সাগান্না ইউনিয়ন। দীর্ঘ ৪৬ বছর ধরে আঃ রউফ মিয়ার আমবাগানে তার ভক্তরা গানবাজনা করে আঃ রউফ মিয়ার আত্মার মাগফিরাত কামনা চেয়ে দোয়া করতেন। কিন্তু সেই গানবাজনা বাদ দিয়ে এ বছর থেকে ওয়াজ মাহফিল শুরু হয়েছে। এতে ধর্মপ্রাণ মুসলমানেরা খুব খুশি।