সবুজ মাঠ
সবুজ মাঠে দখিনা বাতাস
সোনালী ক্ষেতে ধান,
যেদিকে তাকাই সেদিকে দেখি
চিরসবুজ মহীয়ান।
এ কী মহিমা সবুজে ঘেরা অপরূপ প্রকৃতির।
সৌন্দর্যের শ্রেষ্ঠ তুমি,
তোমাকে দেখে জুড়ায়
আমার আঁখি।
রংধনুর রং এর থেকে
রূপের বাহার ধার এনেছ কি?
জানতে চাই আমি
যদি তুমি নাই গো আনো
কোথায় পেলে এরূপ তোমার
যতই দেখি ততই আমি
মুগ্ধ হয়ে থাকি।
ক্ষুদ্র লেখক হয়েও আমি করছি বর্ণনা
চিরসবুজ রুপের রানী অভিমান করোনা।