রবিবার, ১২ মে ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন

কবিতাঃ নির্বাপিত অগ্নি কবিঃ বিল্লাল হোসেন, ডাকবাংলা ঝিনাইদহ।

সাইফুল ইসলাম / ৩২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

  • নির্বাপিত অগ্নি
    —- বিল্লাল হোসেন।

হারিয়ে সব, মৌনতার রব
বাজাই একাকী বসে।
হারিয়ে সুখ, কষ্টের অসুখ
যাইনি রয়েছে পাশে।

মমতা মুছে, হিংশ্ররা চুষে
নিংড়ে নিচ্ছে প্রানরস।
ভালোবাসা কাঁদে, ছলনার ফাঁদে
চেটে নষ্টামির নির্যাস।

বিরহে খুসবু, মাখছি যে তবু
নর্দমায় পড়িয়া আশা।
নিরাশার জলে, স্নানটা চলে
প্রিয়র তৃপ্তিই ভরসা।

রিক্তের সঙ্গমে, সিক্ত খোলা খামে
হৃদয় অনল নাহি নেভে।
যাতনায় মিশে, প্রববঞ্চনা কষে
বেহুদা লাভ নেই ভেবে ।

নষ্ট বিবেক,মিথ্যে আবেগ
খেলে যায় লুকোচুরি।
আসলে খরা, নকলে ভরা
মনের কষ্টি করি ফেরি।

কুড়িয়া ঘুন, করিছে খুন
বিশ্বাসকে রাতদিন।
হৃদয়ের দামে, প্রেমের নামে
কতইনা করছি ঋন।

টাকায় হচ্ছে, যা খুসি ইচ্ছে
মিলছে মনও টাকায়।
হচ্ছে যে বলি, কত বুলবুলি
একটু সুখের আশায়।

নেই যে পুঁজি, শুধুই খুঁজি
মনের বদলে যেন মন।
বৃষ্টির শেষে, মেঘলাকাশে
রংধনু রঙে মন এখন।

স্বার্থের কোলে, ভালবাসা দোলে
মমতা করে পলায়ন।
ভিক্ষার ঝুলি, কাঁধে নিয়ে চলি
ভালোবাসা সারক্ষন।

মরে গেছে আজ, মনুষত্ব লাজ
গোধুলী লগ্নে মানবতা।
আইন কানুন, নিভানো উনুন
সততার খোঁজে নিরবতা।

একাকী কাতরাই, আঁধারে হাতড়াই
খুঁজিয়া ফেরে দু’টি চোখ।
হতাশার চাদরে, মুখচাপা আদরে
হাহাকার করে যেন বুক ।

=বিল্লাল হোসেন=

ডাকবাংলা ত্রিমহনী

ঝিনাইদহ সদর ঝিনাইদহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ