ঝিনাইদহে পিকআপ ভ্যানের ধাক্কায় সাবেক এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে। শুক্রবার সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের রাউতাইল পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঝিনাইদহ অগ্রণী ব্যাংকের সাবেক কর্মকর্তা আব্দুস সামাদ সকালে হাটতে বের হন। সাড়ে ৬ টার দিকে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গা গামী একটি দ্রতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় তিনি। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।








