চুয়াডাঙ্গাতে মোটরসাইকেলের লাইসেন্স যাচাই করতে গিয়ে মিলল গাঁজা
জীবননগর প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের লাইসেন্স যাচাই করতে গিয়ে গাঁজা পাওয়া গেছে। এ ঘটনায় মো. মিরাজ (২২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার জীবননগর বাসস্টান্ড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক।
পুলিশ জানায়, সোমবারে জীবননগর বাসস্টান্ডে মোটরসাইকেলের লাইসেন্স যাচাই করছিল চুয়াডাঙ্গা সদর ট্রাফিক পুলিশের একটি দল। এ সময় মিরাজের মোটরসাইকেলের লাইসেন্স যাচাই করা হয়। একপর্যায়ে মিরাজের মোটরসাইকেলে ৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা পাওয়া হয়। এ ঘটনায় মিরাজকে গ্রেপ্তার করা হলেও পালিয়ে যান মো. রাজু মন্ডল (২০)।
গ্রেপ্তার মিরাজ রাজবাড়ীর কালুখালী উপজেলার কলকলিকা গ্রামের বাসিন্দা। আর পলাতক রাজু একই উপজেলার শিকজান বরুই চারা গ্রামের বাসিন্দা।