ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে আব্দুল হাই এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাইফুল ইসলাম
জাতীয় সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই এমপি মহোদয় এর সাথে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২২ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইউনিটির অস্থায়ী কার্যালয় শহরের দশতলা বিল্ডিং এর চতুর্থ তলায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তি যোদ্ধা আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
এসময় জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহিদুর রহমান সন্টুর পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক বিএম আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক জাহিদ হাসান,অর্থ সম্পাদক সবুজ মিয়া,প্রচার সম্পাদক এসএম রবি,সংবাদপত্র বিষয়ক সম্পাদক মুক্তার হোসেন,সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান, পল্লব মিয়া, সদস্য এইচএম ইমরান ,ওমর আলী সোহাগ ,সাইফুল ইসলাম ,ইব্রাহীম হোসেন ,ইমদাদুল হক, লালন মন্ডল,সাহিদুজ্জামান বাবু, রাজিব হাসান টিপু প্রমুখ।