জি এম মাছুম বিল্লাহ (শ্যামনগর) সাতক্ষীরা:
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের দফাদার রমাকান্ত মন্ডল কে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করেছে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম মোল্লা।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, সোমবার (০১ আগস্ট) বিকাল ৫ টায় সম্প্রতি ঘটে যাওয়া বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী গ্রামের ব্রজেন্দ্র নাথ মিস্ত্রির স্ত্রী তৃপ্তি রাণী মিস্ত্রির কয়েক লক্ষ টাকার স্বর্ণালংকার চুরি সংক্রান্ত বিষয়ে উভয় পক্ষকে হাজির করে বিচারকার্য সম্পন্ন করার প্রাক্কালে চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম মোল্লা চুরির দায়ে অভিযুক্ত দুলাল মৃধা (৫০) কে ইউনিয়ন পরিষদের দ্বিতীয় তলায় নিয়ে কিছুক্ষণ বিশ্রামে রাখতে বলেন। তবে চেয়ারম্যান এর নির্দেশ অমান্য করে দফাদার রমাকান্ত মন্ডল ও সাবেক গ্রাম পুলিশ মো. আব্দুল চৌকিদার দু’জনে মিলে পরিষদের দ্বিতীয় তলায় নিয়ে দুলাল মৃধা কে বেধড়ক মারপিট করে। তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক ভাবে জখম করেন।
এঘটনায় পরিষদে উপস্থিত শতাধিক নারী পুরুষ, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন মহলে ব্যাপক নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। সকলেই এই ঘটনার সাথে জড়িত দফাদার রমাকান্ত মন্ডল ও আব্দুল চৌকিদার কে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আব্দুল চৌকিদার নামে পরিষদে কোন গ্রাম পুলিশ নেই আর রমাকান্ত মন্ডলকে এই মুহুর্তে তার গ্রাম পুলিশের পোষাক খুলে পরিষদের বাইরে যাওয়ার নির্দেশ দিয়েছি। পরবর্তী মিটিংয়ে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জি.এম আব্দুর রউফ, ইউপি সচিব মো. রিয়াজুল ইসলাম, ইউপি সদস্য বিকাশ মন্ডল, বিকাশ মন্ডল প্রমুখ। খবর পাওয়া পর্যন্ত দুলাল মৃধাকে উন্নত চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে