কুড়িগ্রাম প্রতিনিধি :
“সুচিন্তার চাষাবাদ” এই মূলমন্ত্রকে সামনে রেখে দেশের যুবদের সৃজনশীল এ্যাক্টিভিজমে সহায়তা করার একটি সক্রিয় প্লাটফর্ম হিসেবে ইয়ুথ হাব যাত্রা শুরু করে।
একশনএইড বাংলাদেশ ও গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ এর সহায়তায় নির্মিত ইয়ুথ হাব হলো যুবদের জন্য এমন একটি জায়গা যেখানে তারা স্বাধীনভাবে চিন্তা ও বিশ্লেষণ , তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি , এবং স্থানীয়, জাতীয় ও বৈশ্বিক সমস্যাগুলোকে নিয়ে কাজ করতে সংগঠিত হতে পারে।
জাতীয় পর্যায়ে যুবদের সক্ষমতার বিকাশের জন্য একশনএইড বাংলাদেশ ২০১৫ সাল থেকে গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ এর মাধ্যমে তরুণদের সহায়তা করে আসছে। এই সময়ের পর্যবেক্ষণে দেখা গিয়েছে প্রান্তিক যুবরা, বিশেষ করে নারী যুবরা, সামাজিক বিভিন্ন নিয়ম, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার বাধা ও অন্যান্য কাঠামোগত বিভিন্ন বাধার কারণে তাদের দক্ষতা ও সক্ষমতার বিকাশে বহুমাত্রিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এরই ফলস্বরূপ ইয়ুথ হাব এর উদ্যোগটি দেশের বিভিন্ন পর্যায়ে ছড়িয়ে দেয়ার ফলে যুবদের সক্ষমতার বিকাশ ও নেতৃত্বের অনুশীলনের মাধ্যমে যুবদের সবচেয়ে প্রান্তিক অংশের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে।
তৃণমূল পর্যায়ে যুবদের কাছে পৌঁছানোর গুরুত্ব অনুধাবন করে একশনএইড বাংলাদেশ তার গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ প্রকল্পের অধীনে ইয়ুথ হাব – ফুলবাড়ী, ইয়ুথ হাব – বাগেরহাট,ইয়ুথ হাব – সাতক্ষীরা, ইয়ুথ হাব – টেকনাফ,ইয়ুথ হাব – চট্টগ্রাম, ইয়ুথ হাব – নীলফামারী, ইয়ুথ হাব – ঢাকা দেশের সাতটি স্থানে সাতটি ইয়ুথ হাব স্থাপন করেছে।
আজকের ইনসেপশন সভায় উপস্থিত ছিলেন, আব্দুল লতিফ মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান; মোঃ শাহজাহান , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা;সোহেলী পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা; শঙ্কর সেন, প্রভাষক সাইফুর রহমান সরকারী কলেজ; নির্মল রায়, প্রজেক্ট সমন্বয়কারী ইউ এস এস ফুলবাড়ী; মারুফ মোহাম্মদ শিহাব,হেড অফ পার্টনারশিপ এ্যান্ড রিসোর্স মোবিলাইজেশন,একশনএইড বাংলাদেশ; মনিকা বিশ্বাস, ম্যানেজার চাইল্ড স্পন্সরশিপ,একশনএইড বাংলাদেশ সহ ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৩০ জন যুব অংশগ্রহণ করেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান যুবদের সব রকম গঠনমূলক কর্মকান্ডে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন এবং ইয়ুথ হাবের সফলতা কামনা করেন।
এছাড়াও উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ শাহজাহান যুবদের সৃজনশীল সামাজিক উন্নয়নমূলক কাজের জন্য অভিনন্দন জানায়। তিনি যুব উন্নয়ন অধিদপ্তরের দেয়া বিভিন্ন ট্রেইনিং সম্পর্কে যুবদের অবগত করেন এবং এই ট্রেইনিংগুলোর প্রাপ্তি নিশ্চিতে তার সহায়তার আশ্বাস দেন।
এছাড়াও ইয়ুথ হাবের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন করেন জাগ্রত যুব সংগঠনের সাতুল মনি এবং ইয়ুথ হাবের কর্মকান্ড সম্পর্কে প্রেজেন্টেশন প্রদান করেন উদ্দীপন যুব সংগঠনের মোঃ শাহিন আলম।