শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ অপরাহ্ন

ঝিনাইদহে গাছের সাথে বেধে নির্যাতন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

মহেশপুর প্রতিনিধি / ৩৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

ঝিনাইদহে গাছের সাথে বেধে নির্যাতন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

মহেশপুর প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুরন্দপুর গ্রামে নির্যাতনের শিকার আহত সুলতান যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা গেছে পারিবারিক ও থানা সূত্রে প্রকাশ, পুরন্দপুর গ্রামের মৃত আসমত আলীর ছেলে সুলতানের সাথে একই গ্রামের মৃত গোলাম মন্ডলের ছেলে রমজান আলীর বন্ধুত্ব ছিল। গত ৬ জুলাই দুপুরে রমজান আলী বোনের বাড়ি যাওয়ার কথা বলে সুলতানের বাইসাইকেল নিয়ে যায়। ওই সন্ধ্যার পর সুলতান বাইসাইকেল নিতে রমজান আলীর বাড়িতে গেলে রমজান বাড়িতে ছিলনা।

এ সময় স্থানীয় লোকজন রমজানের স্ত্রীর সাথে সুলতানের অবৈধ সম্পর্কের অপবাদ দিয়ে তাকে গাছে বেঁধে মারপিট করে। পরে আত্মীয় ¯^জনরা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সুলতান বুকে ও পেটে গুরুতর আঘাত পাওয়ায় সে ধুঁকে ধুঁকে মৃত্যুরে কোলে ঢোলে পড়ে। বুধবার ভোরে তার মৃত্যু হয়। নিহতের ভাই ফরিদ মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তারা এখন মহেশপুর থানায় অবস্থান করছে এবং মামলার প্রস্তুতি নিচ্ছে। মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, নিহতের ভাই থানায় এসেছে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ