ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারের মাগুরা পাড়া গ্রামের এক চাতালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিরিনা খাতুন (আল্লাদী) (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহঃপতিবার সকাল ৯ টার সময় উপজেলার মাগুরা পাড়া গ্রামের হাজী ওসমান’এর চাতালে। তার পিতার নাম মৃত আঃ ছাত্তার।
ডাকবাংলা ত্রিমহনী চাউল কল মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আক্তার ভান্ডারী জানান,প্রতিদিনের ন্যায় সাংসারিক কাজে টিউবওয়েলে থালাবাসন পরিষ্কার করতে গিয়ে। অসাবধানতায় মোটরের তার সংযোগ দিতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তখন স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
এবিষয়ে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের এস আই তৌহিদুল ইসলামের কাছে জানতে চাইলে, তিনি ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন এবং বলেন, এ ব্যপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।